ব্যুরো নিউজঃ আফগানিস্তানঃ আজ রিখটার স্কেলে ৬.৮ মাত্রায় কেঁপে উঠলো আফগানিস্তান। উত্তর-পূর্ব আফগানিস্তানের ফৈজাবাদ শহর থেকে ২৬৫ কিলোমিটার দূরে এই ভূমিকম্পের উৎসস্থল। প্রথম ভূকম্পনের পর আবার একবার ভূকম্পন অনুভূত হয়।
সূত্রের খবর অনুযায়ী, এদিন সকালবেলা ৬ টা ৭ মিনিটে চীনা সীমান্তের কাছে আফগানিস্তান ও তাজিকিস্তানে ভূকম্পন অনুভূত হয়। তবে এখনো অবধি কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। প্রথম ভূকম্পনের ২০ মিনিট পর রিখটার স্কেলে ৫ মাত্রায় ভূকম্পন অনুভূত হয়।
Sponsored Ads
Display Your Ads Here
আর দ্বিতীয় ভূকম্পনের কিছুক্ষণ পর আবার একটি আফটার শক অনুভূত হয়। রিখটার স্কেলে এই ভূকম্পনের মাত্রা ৪.৬ ছিল। সম্প্রতি তুরস্ক এবং সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পের জেরে প্রায় ৪১ হাজার মানুষের মৃত্যু হয়। এখনো পর্যন্ত যার উদ্ধারকাজ চলছে।
Sponsored Ads
Display Your Ads Here