নিজস্ব সংবাদদাতাঃ মুম্বইঃ ৬০ বছর বয়সেও বলিউডের ‘কিং’ শাহরুখ খান রোম্যান্স হোক বা অ্যাকশন সবেতেই পর্দায় হিট। বক্স অফিসে শাহরুখের একের পর এক হিট ছবি ঝড় তুলেছে। এবার তাঁর আগামী ছবি ‘কিং’ এর দাপট দেখানোর পালা। আর এই ছবির শুটিং সেটেই বিপত্তি ঘটে। গত কয়েকদিন শাহরুখ ‘কিং’ ছবির অ্যাকশন দৃশ্যে অভিনয়ে ব্যস্ত ছিলেন। এরই মধ্যে মুম্বইয়ের গোল্ডেন টোবাকো স্টুডিয়োতে টানা শুটিং চলাকালীন আজ মাসলে চোট পান। তবে আঘাত গুরুতর না হলেও সময় সাপেক্ষ চিকিৎসার প্রয়োজন বলেই চিকিৎসকেরা মনে করেন।
এরপরই দ্রুত শাহরুখকে বিদেশে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়। প্রাথমিক সূত্রে খবর, আপাতত তাঁর চিকিৎসা সেখানেই চলবে। ছোটোখাটো অস্ত্রোপচারও করা হতে পারে। আর চিকিৎসকের পরামর্শ অনুযায়ী শাহরুখকে অন্তত এক মাসের জন্য সম্পূর্ণ বিশ্রাম নিতে হবে। ফলে ‘কিং’ এর যে অংশের শুট জুলাই-আগস্ট মাসে ফিল্ম সিটি, গোল্ডেন টোবাকো ও YRF স্টুডিওতে হওয়ার কথা ছিল তা স্থগিত রাখার পরিকল্পনা করা হয়েছে।
সম্ভবত, সেপ্টেম্বর মাসের শেষে অথবা অক্টোবর মাসে আবার শুট শুরু করার সিদ্ধান্ত নেওয়া হতে পারে। উল্লেখ্য, ‘কিং’ ছবিটি সিদ্ধার্থ আনন্দ পরিচালিত অ্যাকশন-থ্রিলার। যার সবচেয়ে বড়ো আকর্ষণ হতে চলেছে শাহরুখ-সুহানা খানের জুটি। আর ২০২৬ সালের এক ‘প্যান ইন্ডিয়া’ বিগ প্রজেক্ট হতে চলেছে এই ‘কিং’ তা বলাই বাহুল্য। যদিও শুটিংয়ে এই বিঘ্ন ছবির মুক্তির ক্ষেত্রে কোনোরকম প্রভাব ফেলতে চলেছে কিনা, তা সময় বলবে।
Sponsored Ads
Display Your Ads Here