Indian Prime Time
True News only ....

উন্নত পরিকাঠামোর মাধ্যমে যথাযথ শিক্ষা দান করতে প্রতিষ্ঠিত হয়েছে SGS International School

চয়ন রায়ঃ দক্ষিণ চব্বিশ পরগণাঃ একমাত্র শিক্ষাই পারে মানুষের জীবনকে সুন্দরময় করে তুলতে। শিক্ষার পাশাপাশি শিশুদের মানসিক ও শারীরিক বিকাশ একান্তই প্রয়োজন। তাই SGS International School ছাত্র-ছাত্রীদের পুঁথিগত বিদ্যার পাশাপাশি হাতে-কলমে পড়াশোনার সুযোগ এনে দিয়েছে।

এখানে ছাত্র-ছাত্রীদের পড়াশোনার সাথে সাথে Computer, Dance, Music, Yoga, Swimming, Football, Cricket এর মতো বিভিন্ন খেলা শেখানো হয়। এছাড়া বিভিন্ন Competition এ participate ও করানো হয়। এমনকি এখানে পাঠক্রমের বাইরে বেরিয়ে ছাত্র-ছাত্রীদের সুবিধার্থে তাদের জন্য Spoken English Class এর সুবন্দোবস্ত রয়েছে।

Get real time updates directly on you device, subscribe now.