নিজস্ব সংবাদদাতাঃ মেদিনীপুরঃ পশ্চিম মেদিনীপুরের ডেবরার পদিমা গ্রামে দোকানে পুজোর প্রসাদ খেয়ে বমি-পায়খানার মতো উপসর্গ নিয়ে ডেবরা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি হয়েছিলেন কয়েক জন। যাদের মধ্যে গতকাল রাতেরবেলা মৃত্যু হয়েছে এক জন যুবকের। মৃত যুবকের নাম বিশ্বজিৎ ঘোড়াই। বয়স ২১ বছর। বাড়ি ডেবরা থানার ডুয়া এলাকার পদিমা গ্রামে।
স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, গত শুক্রবার এলাকার একটি দোকানে হালখাতা হালখাতা উপলক্ষ্যে পুজো হয়েছিল। ওই গ্রামের পাঁচ জন শিশু সহ প্রায় ত্রিশ জন বাসিন্দা সেই পুজোর প্রসাদ খেয়ে অসুস্থ হয়ে পড়েছিলেন। এরপর ওই অসুস্থদের ডেবরা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করানো হয়।
Sponsored Ads
Display Your Ads Here
জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক সৌম্যশঙ্কর ষড়ঙ্গী এই প্রসঙ্গে জানান, ‘‘ওই গ্রামে একটি মেডিকেল টিম পাঠানো হয়েছিল। নমুনাও সংগ্রহ করা হয়েছে। আর তা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।’’ হাসপাতাল সূত্রে জানা গিয়েছে যে, বাকিদের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।
Sponsored Ads
Display Your Ads Here