Indian Prime Time
True News only ....

আগামী তিন দিন বাতিল থাকছে বেশ কয়েকটি ট্রেন

- sponsored -

- sponsored -

- Slide Ad -

মিনাক্ষী দাসঃ উত্তর চব্বিশ পরগণাঃ আজ রেল কর্তৃপক্ষ বিজ্ঞপ্তি প্রকাশ করে জানায়, যে, আগামীকাল থেকে তিন দিনের জন্য নৈহাটি-ব্যান্ডেল লাইনে বেশ কয়েকটি ট্রেন বাতিল করা হয়েছে। আর বেশ কিছু ট্রেন ঘুরপথে চালানো হবে।

রেলের বিজ্ঞপ্তি অনুযায়ী, নৈহাটি জংশন-হালিশহর তৃতীয় লাইনে কাজের জন্য আগামীকাল শনিবার থেকে রাতেরবেলা ১১টা থেকে ভোরবেলা ৩ টে ৩০ মিনিট অবধি নৈহাটি, ব্যান্ডেলের মাঝে আপ-ডাউন লাইনে বিদ্যুৎ সংযোগ বন্ধ থাকবে। ট্রেনও চলবে না।

- Sponsored -

- Sponsored -

- Sponsored -

- Sponsored -

এছাড়া ওই তিন দিন কিছু ট্রেন নৈহাটির পরিবর্তে ডানকুনি দিয়ে ঘুরিয়ে দেওয়া হবে। তবে দক্ষিণেশ্বরে স্টপেজও দেওয়া হবে। যেমন ১১ ই জুন ১২ ই জুন ও ১৩ ই জুন বালিয়া-শিয়ালদহ এক্সপ্রেস ডানকুনি দিয়ে ঘোরানো হবে। শুধু ১১ ই জুন জোগবানি-কলকাতা ডানকুনি দিয়ে ঘুরে যাবে।

১২ ই জুন জয়নগর-কলকাতা সাপ্তাহিক এক্সপ্রেস ঘুরপথে যাবে এবং ১৩ ই জুন সীতামঢ়ী-কলকাতা মিথিলাঞ্চল এক্সপ্রেস ঘুরপথে যাবে। পাশাপাশি ওই তিন দিন নিউ আলিপুরদুয়ার-শিয়ালদহ তিস্তা তোর্সা এক্সপ্রেস ও গোরখপুর জংশন-কলকাতা পূর্বাঞ্চল এক্সপ্রেসের গতিপথ হাওড়া ডিভিশনে নিয়ন্ত্রণ করা হবে।

- Sponsored -

- Sponsored -

Get real time updates directly on you device, subscribe now.

- Sponsored -

- Sponsored -

- Sponsored