মিনাক্ষী দাসঃ উত্তর চব্বিশ পরগণাঃ আজ রেল কর্তৃপক্ষ বিজ্ঞপ্তি প্রকাশ করে জানায়, যে, আগামীকাল থেকে তিন দিনের জন্য নৈহাটি-ব্যান্ডেল লাইনে বেশ কয়েকটি ট্রেন বাতিল করা হয়েছে। আর বেশ কিছু ট্রেন ঘুরপথে চালানো হবে।
রেলের বিজ্ঞপ্তি অনুযায়ী, নৈহাটি জংশন-হালিশহর তৃতীয় লাইনে কাজের জন্য আগামীকাল শনিবার থেকে রাতেরবেলা ১১টা থেকে ভোরবেলা ৩ টে ৩০ মিনিট অবধি নৈহাটি, ব্যান্ডেলের মাঝে আপ-ডাউন লাইনে বিদ্যুৎ সংযোগ বন্ধ থাকবে। ট্রেনও চলবে না।
Sponsored Ads
Display Your Ads Here
এছাড়া ওই তিন দিন কিছু ট্রেন নৈহাটির পরিবর্তে ডানকুনি দিয়ে ঘুরিয়ে দেওয়া হবে। তবে দক্ষিণেশ্বরে স্টপেজও দেওয়া হবে। যেমন ১১ ই জুন ১২ ই জুন ও ১৩ ই জুন বালিয়া-শিয়ালদহ এক্সপ্রেস ডানকুনি দিয়ে ঘোরানো হবে। শুধু ১১ ই জুন জোগবানি-কলকাতা ডানকুনি দিয়ে ঘুরে যাবে।
Sponsored Ads
Display Your Ads Here
১২ ই জুন জয়নগর-কলকাতা সাপ্তাহিক এক্সপ্রেস ঘুরপথে যাবে এবং ১৩ ই জুন সীতামঢ়ী-কলকাতা মিথিলাঞ্চল এক্সপ্রেস ঘুরপথে যাবে। পাশাপাশি ওই তিন দিন নিউ আলিপুরদুয়ার-শিয়ালদহ তিস্তা তোর্সা এক্সপ্রেস ও গোরখপুর জংশন-কলকাতা পূর্বাঞ্চল এক্সপ্রেসের গতিপথ হাওড়া ডিভিশনে নিয়ন্ত্রণ করা হবে।
Sponsored Ads
Display Your Ads Here