নিজস্ব সংবাদদাতাঃ হাওড়াঃ পূর্ব মেদিনীপুরের এগরা, দক্ষিণ চব্বিশ পরগণার বজবজ ও মালদায় বাজির গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় বেশ কয়েক জনের মৃত্যুর পর এবার হাওড়ার উত্তর পাঁচলার গজগিরি এলাকায় এক জন বাজি ব্যবসায়ীর বাড়ি থেকে উদ্ধার প্রায় সাড়ে ১৬ হাজার কেজি বেআইনী বাজি।
পুলিশ সূত্রে খবর, শেখ বাপি নামে ওই ব্যবসায়ীর বাড়িতে শব্দবাজি সহ বিভিন্ন ধরনের বাজি মজুত ছিল। সব মিলিয়ে ১৬ হাজার ৫০০ কেজি বাজি উদ্ধার হয়েছে। গত মঙ্গলবারও হাওড়ার ডোমজুর থানা এলাকা থেকে ৪০০ কেজি, দাসনগর এলাকা থেকে ১৪৮ কেজি, নিশ্চিন্দা এলাকা থেকে ১০০ কেজি বাজি উদ্ধার হয়েছে।
![- Sponsored -](https://indianprimetime.in/wp-content/uploads/2021/02/advertisehere.png)
- Sponsored -
এছাড়া জগৎবল্লভপুর থানার অন্তর্গত পাতিয়ালের মালপাড়া গ্রাম থেকে ১০০ কেজি এবং সাঁকরাইল থেকে ৫০ কেজি বাজি ও বাজি তৈরীর মশলা উদ্ধার হয়েছে। হাওড়়ার পাশাপাশি বীরভূমের সিউড়িতে এক জন বাজি ব্যবসায়ীর বাড়ি থেকে প্রায় ৪০ কেজি বাজি সহ ব্যবসায়ীকে গ্রেফতার করেছেন।
এছাড়া মুর্শিদাবাদের কান্দি, নবগ্রাম, বেলডাঙা ও বহরমপুরের বিভিন্ন জায়গায় তল্লাশি প্রায় চার কুইন্টাল বাজি সহ পাঁচ জন গ্রেফতার হয়েছেন। তাছাড়া বালুরঘাট শহর, হরিরামপুর বাজার এবং রায়গঞ্জের নানা এলাকা থেকে প্রচুর শব্দবাজি বাজেয়াপ্ত করার সাথে সাথে বালুরঘাট ও হরিরামপুর থেকে তিন জনকে গ্রেফতার করা হয়েছে।