ব্যুরো নিউজঃ বাংলাদেশঃ গতকাল রাতেরবেলা বাংলাদেশের রাজধানী ঢাকার নীলক্ষেত বইয়ের মার্কেটে বিধ্বংসী আগুন লেগে একাধিক বইয়ের দোকান একেবারে পুড়ে ছাই হয়ে গেছে।
সূত্র মারফত জানা গিয়েছে যে, মঙ্গলবার বইয়ের মার্কেট বন্ধ থাকার দিন হলেও ২১ শে ফেব্রুয়ারীতে বইয়ের মার্কেট বন্ধ থাকায় মঙ্গলবার খোলা ছিল। কিন্তু আচমকা একটি দোকানে আগুন লাগার পর তা দ্রুত অন্য দোকানে ছড়িয়ে পড়ে।
Sponsored Ads
Display Your Ads Here
ফলে বহু দোকান একেবারে আগুনে পুড়ে যায়। আর যেসব দোকানে আগুন ছড়ায়নি সেই দোকানের মালিকরা বই অন্যত্র সরানোর চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন। এই ঘটনাকে কেন্দ্র করে সমগ্র এলাকাময় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
Sponsored Ads
Display Your Ads Here
তবে কারোর মতে খাবারের দোকান থেকে আগুন লেগেছে আবার কারোর মতে বইয়ের দোকান থেকেই আগুন লেগেছে। কিন্তু আগুনের কারণ সম্পর্কে স্পষ্ট ভাবে কিছু জানা যায়নি।
Sponsored Ads
Display Your Ads Here
পুলিশ সহ র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ানরা খবর পেয়ে ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালিয়ে যান।