নিজস্ব সংবাদদাতাঃ কাশ্মীরঃ আবহওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী গতকাল রাতেরবেলা থেকেই কাশ্মীরের একাধিক জায়গায় কোথাও ভারী, কোথাও আবার হালকা তুষারপাত শুরু হয়েছে। রাতভর তুষারপাতের কারণে বেশ কয়েকটি রাস্তাও বন্ধ হয়ে গিয়েছে।
স্থানীয় প্রশাসন সূত্রে খবর, গুলমার্গ, সোনমার্গ, পীর কি গলি, সিন্থান টপ, জোজিলা পাস ও রাজ দান পাসে তুষারপাত হচ্ছে। তবে এই মরসুমে গুলমার্গে প্রথম তুষারপাত হয়েছে। কাশ্মীরের উঁচু এলাকায় ভারী তুষারপাত হলেও সমতলে বৃষ্টি হচ্ছে। আর এই বৃষ্টির জেরে তাপমাত্রা হু হু করে নামতে শুরু করে। ফলে গতকাল রাতেরবেলা থেকেই তুষারপাত শুরু হয়।
আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টা আবহাওয়া একই রকম থাকবে। আর একটি পশ্চিমী ঝঞ্ঝা অবস্থান করায় সমতলে বৃষ্টি হচ্ছে এবং উঁচু এলাকায় তুষারপাত হচ্ছে। ভারী তুষারপাতের জেরে গুরুত্বপূর্ণ মুঘল রোড বন্ধ হয়ে গিয়েছে। এটি কাশ্মীরের সাথে জম্মুর রাজৌরি ও পুঞ্চের সংযোগস্থানপনকারী রাস্তা।
এছাড়াও জোজিলা, রাজদান এবং কিস্তওয়াড়-অনন্তনাগ রাস্তাও তুষারপাতের কারণে বন্ধ হয়ে গিয়েছে। অন্য দিকে, শ্রীনগর, কাজিগুন্দ, কুপওয়ারা, কোকেরনাগ ও পহেলগাঁওয়ে বৃষ্টি হচ্ছে।