মিনাক্ষী দাসঃ উত্তর চব্বিশ পরগণাঃ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নকে সামনে রেখেই উত্তর চব্বিশ পরগণার সন্দেশখালিতে নতুন প্রকল্পের ঘোষণা করলেন। বসিরহাট লোকসভা কেন্দ্রের উন্নয়নের ধারা বজায় রাখতে সন্দেশখালিতে গিয়ে একাধিক প্রকল্পের উদ্বোধন করলেন। নতুন মহকুমা তৈরী থেকে সেতু নির্মাণ, গ্রামীণ হাসপাতালের শয্যা সংখ্যা বৃদ্ধি ও ‘দুয়ারে সরকার’ প্রকল্পের সম্প্রসারণের প্রতিশ্রুতি দিয়ে এলাকাবাসীর জন্য উন্নয়নের পথ আরো প্রশস্ত করলেন। ২৬ শে জানুয়ারীর পর থেকে ফেব্রুয়ারী মাসের প্রথম সপ্তাহ অবধি এই প্রকল্প চলবে।
দীর্ঘদিন ধরে সন্দেশখালির বাসিন্দাদের দাবী ছিল, ‘‘প্রশাসনিক কাজকর্মের সুবিধার জন্য নতুন মহকুমা।’’ তাই বসিরহাট মহকুমার দূরত্ব ও সময়ের কথা বিবেচনা করে উত্তর চব্বিশ পরগণা জেলায় নতুন মহকুমা তৈরী করার ঘোষণা করেন। এই উদ্যোগের ফলে সরকারী পরিষেবাও সহজে পাওয়া যাবে। এছাড়া সন্দেশখালির মতো দ্বীপাঞ্চলে যাতায়াতের সুবিধার্থে ঝুপখালি ও বেড়মজুর গ্রাম পঞ্চায়েতের মধ্যে নতুন সংযোগকারী সেতু তৈরী করার কথা ঘোষণা করা হয়েছে। তাছাড়া লঞ্চঘাট এবং ফেরিঘাটের পরিকাঠামো উন্নয়ন করা হবে।
পাশাপাশি স্বাস্থ্য পরিষেবার উন্নয়নের জন্য সন্দেশখালি গ্রামীণ হাসপাতালের শয্যা সংখ্যা ত্রিশ থেকে বাড়িয়ে ষাট করার ঘোষণা করেছেন। অন্যদিকে, নতুন বছরে দুর্গম এলাকাগুলিতে ‘দুয়ারে সরকার’ প্রকল্প চালু করার কথাও ঘোষণা করেছেন। অর্থাৎ সন্দেশখালিতে ৬৬টি প্রকল্পের জন্য ১২৩ কোটি টাকার বরাদ্দ করা হয়েছে। এদিন মমতা বন্দ্যোপাধ্যায় দাবী করে এও জানিয়েছেন যে, ‘‘লোকসভা নির্বাচনে বসিরহাট কেন্দ্রের জয় হলো উন্নয়নের জয়।’’