অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ দিল্লির সংসদে স্মোক হামলার আঁচ এবার রাজ্য বিধানসভাতেও এসে পড়েছে। এর জেরে রাজ্যের বিধানসভার নিরাপত্তাতেও নতুন নিয়ম চালু হয়েছে। এদিন বিধানসভায় অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় সচিবালয়ের আধিকারিক ও নিরাপত্তারক্ষীদের সঙ্গে বৈঠক করে কয়েকটি নতুন নিয়মের সিদ্ধান্ত নেন।
নয়া নিয়মে বলা হয়েছে, বিধায়কদের আই কার্ড অত্যন্ত জরুরী। এছাড়া ভিজিটরদেরও ছবি তোলা হবে। এরপর প্রবেশের অনুমতি দেওয়া হবে। আর বিধায়কদের সাথে এক গাড়িতে কর্মী-সমর্থক, আত্মীয়-পরিজন প্রবেশ করতে পারবেন না। বিধায়ককে গাড়ি বাইরে রাখতে হবে। একই গাড়িতে বিধায়ক এবং তাঁর সহকারী ঢুকতে পারবেন না। এর জন্য গেট আলাদা করা হয়েছে।
সদস্যদের গাড়িতে বিধানসভার স্টিকার না থাকলে গাড়ি বিধানসভায় ঢুকবে না। আর প্রত্যেকের মুখ বোঝার জন্য সমস্ত গেটে ওয়েব ক্যামেরা বসছে। বিধানসভার পশ্চিম গেট শুধু ভিজিটার্সদের জন্য। এককথায় পরিচয় পত্র ছাড়া স্টাফ, বিধায়ক ও সাংবাদিক কেউ প্রবেশ করতে পারবেন না। অন্যদিকে গোটা দিনের পরিবর্তে ভিজিটার্স স্লিপের সময় কমিয়ে দুই ঘণ্টা করা হয়েছে।
দু’ঘণ্টা পর যদি কেউ বিধানসভা থেকে বের হয় সেক্ষেত্রে পুলিশ জেরা করবে। পাশাপাশি রাজ্য বিধানসভার নিরাপত্তা রক্ষীর সংখ্যাও বৃদ্ধি করা হচ্ছে। তাদের জন্য একাধিক শিফটও চালু হচ্ছে। প্রসঙ্গত, সংসদে স্মোক অ্যাটার্কের পর থেকেই সমগ্র দেশের রাজ্য-রাজনীতি উত্তাল হয়ে উঠেছে। এই সম্পূর্ণ ঘটনায় নিরাপত্তার চরম গাফিলতি প্রকাশ্যে এসেছে।