নিজস্ব সংবাদদাতাঃ নদীয়াঃ গতকাল রাতেরবেলা নদীয়ার তাহেরপুরে দুষ্কৃতীদের গুলিতে প্রাণ হারান ১ জন ব্যবসায়ী। মৃতের নাম রাজা ভৌমিক। বয়স ৪৯ বছর। পেশায় একটি বেসরকারী সংস্থার এক জন জোনাল ম্যানেজার। এছাড়া জাতীয় সড়কের ধারেই হোটেল আছে।
পরিবার সূত্রে জানা গেছে, রাজাবাবু বাড়ির লোকজনের সঙ্গে বসে গল্প করছিলেন। তখন কয়েকজন জোরে জোরে দরজা ধাক্কা দিতে শুরু করে। এরপর স্ত্রী মুনমুন ভৌমিক দরজা খুলতেই মুখ বাধা অবস্থায় তিন জন হুড়মুড়িয়ে ঢুকে দোতলার ঘরে গিয়ে রাজাবাবুকে লক্ষ্য করে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি ছুৃঁড়তেই তার বুকে লাগে। এরপর নীচে এসে মুনমুনদেবীর মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে তার পরিহিত গহনা সহ আলমারি খুলে নগদ টাকা ও লক্ষাধিক টাকার গহনা লুঠ করে চম্পট দেয়।
এরপর দ্রুত রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে বাদকুল্লা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে সেখানেই মৃত্যু হয়। তাহেরপুর থানার পুলিশ খবর পেয়ে রাজাবাবুর বাড়িতে আসে। তারপর পরিবারকে জিজ্ঞাসাবাদ করার পর এই ঘটনার নেপথ্যে কে বা কারা ছিল তা জানতে তদন্ত শুরু করেছেন। আর এই খুনের পিছনে ব্যবসায়িক শত্রু আছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। আপাতত এখনো অবধি এই ঘটনায় কাউকে গ্রেফতার করা হয়নি।