নিজস্ব সংবাদদাতাঃ হাওড়াঃ আজ দুপুর ১টা নাগাদ হাওড়ার বাঁকড়ার তিন নম্বর পঞ্চায়েত অফিসে কয়েক জন দুষ্কৃতী মুখ ঢেকে ঢুকে চার থেকে পাঁচ রাউন্ড গুলি চালায়। পঞ্চায়েত প্রধানকেও লক্ষ্য করে গুলি চালানো হয়। এই ঘটনায় পঞ্চায়েতের প্রাক্তন সদস্য শেখ সাজিদের মদতপুষ্ট দুষ্কৃতীদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। এই ঘটনাকে কেন্দ্র করে পঞ্চায়েত কর্মীরা আতঙ্কিত হওয়ার পাশাপাশি এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আচমকা জনা তিনেক দুষ্কৃতী হাতে আগ্নেয়াস্ত্র নিয়ে মুখ ঢেকে পঞ্চায়েত অফিসের মধ্যে ঢুকে পড়ে। এরপর অফিসের মধ্যেই গুলি চালায়। এতে সরাসরি গুলি না লাগলেও পঞ্চায়েত প্রধানের বাবা সহ মোট দু’জন আহত হয়েছেন। পঞ্চায়েত প্রধান টুকটুকি শেখকে লক্ষ্য করেও গুলি চালানো হলে তিনি প্রাণ রক্ষার্থে টেবিলের তলায় লুকিয়ে পড়েন। এদিকে পুলিশ খবর পেয়ে র্যাফ নিয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায়। আর আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করে।
Sponsored Ads
Display Your Ads Here
এই ঘটনায় তৃণমূলের দখলে থাকা ওই পঞ্চায়েতের প্রধান টুকটুকি শেখ ও প্রাক্তন সদস্য শেখ সাজিদের মধ্যে অশান্তি জেরেই গুলি চলেছে বলে জানানো হয়েছে। আপাতত পুলিশ সিসিটিভি দেখে দুষ্কৃতীদের চিহ্নিত করার চেষ্টা করছে। পাশাপাশি, এটি গোষ্ঠীদ্বন্দ্ব কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।
Sponsored Ads
Display Your Ads Here