অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ আজ সকালে প্রিন্স আনোয়ার শাহ রোডে অবস্থিত একটি বস্তিতে আগুন লেগে বেশ কয়েকটি ঝুপড়ি একেবারে পড়ে ছারখার হয়ে যায়। এই অগ্নিকাণ্ডে এক যুবক আহত হয়েছে। সাতসকালে এই ভয়াবহ ঘটনায় শোরগোল পড়ে যায়। এছাড়া ক্ষতিগ্রস্ত পরিবারগুলি সব হারিয়ে কান্নায় ভেঙে পড়ে।
জানা গেছে, এদিন আচমকা এই বস্তিতে আগুন লাগে। আর ঘিঞ্জি বসতি হওয়ায় আগুন দ্রুত আশপাশের ঝুপড়িতে ছড়িয়ে পড়ে। এই ঘটনার পর দ্রুত দমকল বিভাগে খবর দেওয়া হয়। কিন্তু এলাকাটি গল্ফ গ্রিন না চারু মার্কেট, কোন থানার আওতায় পড়বে, তা নিয়ে দীর্ঘক্ষণ টালবাহানা চলে। অবশেষে লেক থানায় অগ্নিকাণ্ডের খবর দেওয়া হয়। এরপর দমকল কর্মীরা পাঁচটি ইঞ্জিন নিয়ে ঘটনাস্থলে পৌঁছায়।
Sponsored Ads
Display Your Ads Here
প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। পাশাপাশি আহত ব্যক্তিকে এম আর বাঙুর হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তবে আগুন লেগেছে কিভাবে তা এখনো স্পষ্টভাবে জানা যায়নি। গোটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এদিকে, এলাকাবাসীদের অভিযোগ, “দমকল আগে পৌঁছালে ক্ষয়-ক্ষতি অনেকটা কমানো যেত।”
Sponsored Ads
Display Your Ads Here