চয়ন রায়ঃ কলকাতাঃ তপসিয়ার পর আজ সন্ধ্যাবেলা নিউ আলিপুরে দুর্গাপুর সেতুর নীচের বস্তিতে আগুন লেগে একের পর এক ঝুপড়ি একেবারে পুড়ে ছাই হয়ে গিয়েছে। আর চারিদিক কালো ধোঁয়ার চাদরে মুড়ে যায়। এই অগ্নিকাণ্ডকে কেন্দ্র করে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তবে শীতের রাতে এই ভয়াবহ ঘটনায় বহু মানুষ ঘর ছাড়া হয়ে একেবারে দিশেহারা হয়ে পড়েছেন। তবে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
স্থানীয় সূত্রে জানা যায়, এদিন আচমকাই ওই বস্তির একটি বাড়িতে আগুন লাগতেই মুহূর্তের মধ্যে ওই আগুন ছড়িয়ে পড়ে। বহু ঝুপড়ি থেকে পর পর সিলিন্ডার ফাটার শব্দ শোনা গিয়েছে। বস্তি এলাকায় প্রচুর দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করা হয়েছে। প্রথমে এলাকাবাসীরা আগুন নেভানোর চেষ্টা করলেও এই আগুন লাগার পর দমকল বিভাগকে খবর দেওয়া হয়। দমকল কর্মীরা খবর পেয়েই বারোটি ইঞ্জিন নিয়ে ঘটনাস্থলে এসে আগুন নেভানোর চেষ্টা করে। পাশাপাশি দুর্গাপুর সেতুর উপর থেকে জল ছড়িয়ে আগুন নেভানোর চেষ্টা চলছে।
Sponsored Ads
Display Your Ads Here
নিউ আলিপুরের সেনাছাউনি থেকে জওয়ানেরাও জলের ট্যাঙ্ক নিয়ে ঘটনাস্থলে পৌঁছেছেন। এদিকে, আবাসন মন্ত্রী অরূপ বিশ্বাস ও মেয়র ফিরহাদ হাকিম খবর পেয়ে ঘটনাস্থলে এসে উপস্থিত হন। কিন্তু এই আগুন লাগার কারণ এখনো স্পষ্ট ভাবে জানা না গেলেও পুরো বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত করা হবে। তবে এই ঘটনার ফলে দুর্গাপুর সেতুর উপর যান চলাচল বন্ধ হয়ে পড়ে। যার কারণে ব্যস্ত সময়ে এলাকায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে।
Sponsored Ads
Display Your Ads Here