নিজস্ব সংবাদদাতাঃ মেদিনীপুরঃ গভীর রাতে পশ্চিম মেদিনীপুর জেলার শালবনি ব্লকের ২নম্বর অঞ্চলের ভাউদি গ্রামে হাতির হানায় বেশ কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়ে গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত কয়েকদিন থেকে দু’তিনটি হাতিকে শালবনি ব্লকের ভাউদি এলাকায় দেখা যাচ্ছে। আর সোমবার মাঝরাতে আচমকা ওই গ্রামে তিনটি হাতি ঢুকে গর্জন শুরু করায় গ্রামবাসীদের ঘুম ভেঙে যায়। তিনটি হাতি পরপর বেশ কয়েকটি বাড়ি ভেঙে দেয়। তবে হাতির হামলার জেরে কোনো গ্রামবাসী আহত হননি।
গভীর রাতে গ্রামবাসীরা একজোট হয়ে হাতিগুলিকে তাড়ানোর চেষ্টা করলে গতকাল ওই হাতিগুলি এলাকা ছেড়ে স্থানীয় জঙ্গলের দিকে চলে যায়। গ্রামবাসীদের তরফে বিষয়টি বনদপ্তরকে জানানো হলে বনদপ্তরের তরফ থেকে ওই এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া সন্ধ্যের পর গ্রামবাসীদের জঙ্গল এলাকার রাস্তায় যাতায়াত করতে বারণ করা হয়েছে। এর পাশাপাশি ওই হাতিগুলি যাদের বাড়ি ভাঙচুর করেছে তাদেরকে ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।
এরপরেও হাতির আতঙ্কে গ্রামবাসীদের রাতের ঘুম ছুটে গেছে। হাতির আতঙ্কে এলাকার মধ্যে এক ভয়ের পরিবেশ সৃষ্টি হয়েছে।