নিজস্ব সংবাদদাতাঃ জলপাইগুড়িঃ গতকাল মাঝরাতেরবেলা উত্তরবঙ্গের বেশ কিছু জেলায় মৃদু ভূকম্পন অনুভূত হয়। পাশাপাশি সিকিম ও ভুটানেও ভূকম্পন অনুভূত হয়েছে। জানা গিয়েছে ভূকম্পনের উৎসস্থল ভুটানের রাজধানী থিম্পু থেকে ৬২ কিলোমিটার দূরে।
রিখটার স্কেলে এই কম্পনের মাত্রা ৪.৩ ছিল। তবে এই সাময়িক কম্পনে কোনোরকম ক্ষয়-ক্ষতি হয়নি বলেই জানা গিয়েছে। উত্তরবঙ্গের জলপাইগুড়ি এবং কোচবিহার সহ বেশ কয়েকটি জেলায় পর পর দুই বার ঝাঁকুনিতে মানুষ আতঙ্কিত হয়ে পড়েন। আর ধুপগুড়ি ব্লকে সব থেকে বেশী কম্পন অনুভূত হয়।
Sponsored Ads
Display Your Ads Here
অন্যদিকে গত একমাসের একটানা বৃষ্টির ফলে উত্তরবঙ্গের বেশ কয়েকটি এলাকা অত্যন্ত ক্ষতিগ্রস্ত হয়েছে। এমনকি বিভিন্ন নদীতে জল বেড়ে গিয়ে রাস্তায় চলে এসেছে বলেও জানা গিয়েছে।
Sponsored Ads
Display Your Ads Here