নিজস্ব সংবাদদাতাঃ উত্তরপ্রদেশঃ উত্তরপ্রদেশের কানপুরের একটি তামাক সংস্থার মালিক কেকে মিশ্রের বাড়িতে সম্পত্তির অভিযান চালাতে গিয়ে আয়কর আধিকারিকদের চক্ষু চড়কগাছ। উদ্ধার কোটি কোটি টাকা। এছাড়া সংস্থার মালিকের গ্যারাজে কোটি কোটি টাকার বেশ কয়েকটি গাড়ি রয়েছে। যেমন, ফেরারি, ল্যাম্বর্ঘিনি, ম্যাকলারেন, রোল্স রয়েজ। কোনোটির দাম ষোলো কোটি তো কোনোটির দাম তিন কোটি।
আয়কর দপ্তর সূত্রের খবর, গতকাল আয়কর আধিকারিকদের পনেরো থেকে কুড়িটি দল তামাক সংস্থার একাধিক ঠিকানায় অভিযানে যান। এর মধ্যে কানপুর ছাড়াও দিল্লি, মুম্বই ও গুজরাত সহ কুড়িটি জায়গায় তল্লাশি অভিযান চালানো হয়েছে। এই অভিযান চালানোর সময় সংস্থার মালিকের দিল্লির বাসভবনে ষাট কোটি টাকারও বেশী দামের বেশ কয়েকটি গাড়ি নজরে আসে।

কানপুর থেকে নগদ সাড়ে চার কোটি টাকা বাজেয়াপ্ত করা হয়েছে। আর গুরুত্বপূর্ণ বেশ কিছু নথিও উদ্ধার করা হয়েছে। আয়কর দপ্তরের একটি সূত্রের দাবী, “ওই সংস্থা সংস্থার আয়-ব্যয়ের হিসাবে গরমিল করে আয়কর ফাঁকি দিয়েছে। একশো কোটি থেকে দেড়শো কোটির আয়ের হিসাবকে কুড়ি কোটি থেকে পঁচিশ কোটি হিসাবে দেখানো হয়েছে।” উল্লেখ্য যে, সংস্থাটি আশি বছরের পুরোনো একটি সংস্থা।
Sponsored Ads
Display Your Ads Here