নিজস্ব সংবাদদাতাঃ শিলিগুড়িঃ গতকাল সন্ধেবেলা থেকে প্রায় চার ঘণ্টার টানা বৃষ্টিতে শিলিগুড়ি শহরের একাধিক উঁচু থেকে নীচু এলাকা জলে ভর্তি। যেমন ডাবগ্রাম, শক্তিগড়, অশোকনগর, কলেজপাড়া, নতুনপাড়া, জলপাই মোড় ও সাউথ কলোনী সহ শহরের একাধিক এলাকা জলমগ্ন হয়ে পড়েছে।
আবহাওয়া দপ্তরের সূত্রে জানা যায়, গতকাল চার ঘণ্টায় ২০০ মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি হওয়ায় শহরের প্রায় সব এলাকাতেই জল জমেছে। নদী সংলগ্ন এলাকাগুলোর অবস্থা আরো কঠিন। তবে উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী চার থেকে পাঁচ দিন ভারী বৃষ্টির সম্ভাবনা আছে।
যেখানে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যে পুর প্রশাসন জলমগ্ন এলাকাগুলো থেকে দ্রুত জল বার করার কাজে উদ্যোগী হয়েছে।