অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ এবার লালবাজারের হোমিসাইড শাখা কসবাকাণ্ডের তদন্তে নেমেছে। আর এই ঘটনার তদন্ত নামতেই একের পর এক রহস্য উদঘাটন হচ্ছে। জানা গেছে, কসবার ওই হোটেলে দু’টি রুম অনলাইনে বুক করা হয়েছিল। আর খুনের পর মৃতদেহ সরানো হয়েছিল বলে পুলিশের অনুমান। এই ঘটনায় জল্পনা তুঙ্গে।

গতকাল কসবার হোটেল থেকে দেহ উদ্ধার হয়। মৃত যুবক ৩৩ বছর বয়সী আদর্শ লোসালকা। বাড়ি বীরভূমের দুবরাজপুরে। হোটেল সূত্রে খবর, গতকাল তিন জন হোটেলে আসে। তাদের মধ্যে একজন মহিলা ও দু’জন জন পুরুষ ছিল। এরপর গতকাল ভোরবেলা মহিলা এবং একজন ব্যক্তি হোটেল থেকে বেরিয়ে যায়। পরে হোটেলের কর্মী ওই রুমে ঢুকে দেখেন, আদর্শ মেঝেতে মৃত অবস্থায় পড়ে রয়েছে। মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। তদন্ত এগোতেই জানা যায়, মৃতদেহ খাটের নীচে মেঝেতে উপুড় ভাবে তোয়ালে বাঁধা অবস্থায় ছিল। ঘর থেকে কন্ডোম উদ্ধার হয়েছে। পূর্ব পরিচিত দুই কর্মীকেও জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

হোটেল কর্মীরা পুলিশকে জানিয়েছিল, “অভিযুক্তরা হোটেল থেকে পালানোর আগে আধার কার্ডও জমা দিয়েছিল। কিন্তু ওই আধার কার্ড আদৌ আসল কিনা যাচাই করা হচ্ছে।” একই সঙ্গে খুনের পর আদর্শের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকেও টাকা তোলা হয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। উল্লেখ্য, অক্টোবর মাসের শেষ দিকে পার্ক স্ট্রিটের একটি হোটেলের রুমে বক্স খাটের মধ্যে থেকে এক জন যুবকের দেহ উদ্ধার হয়েছিল। ওই ঘটনাতেও তিন জন যুবক হোটেলের রুম ভাড়া নিয়েছিল। পরে আবার দু’জন বেরিয়ে যায়। নতুন অতিথি রুমে আসতেই দুর্গন্ধ পাওয়ার পর ঘটনাটি প্রকাশ্যে এসেছিল। ওই খুনের ঘটনায় পুলিশ দু’জন অভিযুক্তকে গ্রেফতার করেছিল।
Sponsored Ads
Display Your Ads Here









