নিজস্ব সংবাদদাতাঃ হাওড়াঃ আজ সকালে ডাউন ব্যান্ডেল-হাওড়া লোকালে হঠাৎ যাত্রীরা ধোঁয়া দেখতে পেয়ে আতঙ্কে হুগলীর চুঁচুড়া স্টেশনে নেমে পড়লেন। এরপর কিছুক্ষণ ওই ট্রেন চুঁচুড়া স্টেশনে দাঁড়িয়ে পড়ে। তবে কোনো ক্ষয়-ক্ষতির ঘটনা ঘটেনি।
পূর্ব রেল সূত্রে খবর, ৮ টা ২৮ মিনিটে লোকাল ট্রেনটি ব্যান্ডেল স্টেশন থেকে ছাড়ে। এরপর ৮ টা ৩৪ মিনিটে ট্রেনটি চুঁচুড়ার দুই নম্বর প্ল্যাটফর্মে ঢুকতেই আচমকা হুড়োহুড়ি শুরু হয়। কেউ কেউ শেষ কামরা থেকে ধোঁয়া বেরোতে দেখেন। তারপর ট্রেনচালককে খবর দেওয়া হলে ট্রেন চালক ট্রেন থামিয়ে দেন।
Sponsored Ads
Display Your Ads Here
এর মধ্যে যাত্রীরাও ভয়ে ট্রেন থেকে নেমে অন্য ট্রেন ধরে গন্তব্যস্থলে রওনা দেন। আর বেশ কিছুক্ষণ ধরে ট্রেনটি ওই স্টেশনে দাঁড়িয়ে থাকে। এর মধ্যে রেলকর্মীরা ঘটনাস্থলে এসে ট্রেনটিকে সরিয়ে নিয়ে যান। পরে ওই ট্রেনটিকে আর চালানো যায়নি। রেল সূত্রে খবর, ব্রেক বাইন্ডিংয়ের ফলে ধোঁয়া বেরোচ্ছিল।
Sponsored Ads
Display Your Ads Here