মিনাক্ষী দাসঃ উত্তর চব্বিশ পরগণাঃ গতকাল দিনভর উত্তর চব্বিশ পরগণার সন্দেশখালি থানার সামনে দফায় দফায় জমি রক্ষা কমিটি ও আদিবাসীদের সংগঠন যৌথ ভাবে বিক্ষোভ দেখায়। সন্ধ্যা সাড়ে ছ’টা নাগাদ বিক্ষোভ উঠে গেলেও বিক্ষোভকারীদের হুঁশিয়ারী ছিল, “আজ আবার আন্দোলনে শামিল হবেন।” ফলে বিশাল পুলিশ বাহিনী দিয়ে থানা এলাকা ঘিরে রুটমার্চ শুরু করে।
পুলিশের উচ্চপদস্থ আধিকারিকেরাও রাতের মধ্যেই সন্দেশখালি পৌঁছান। এরপর ত্রিমোহিনী বাজার সহ সন্দেশখালি থানা এলাকায় ১৪৪ ধারা জারি হয়। এদিন সকালবেলা এলাকার পরিস্থিতি থমথমে। রাস্তাঘাট শুনশান। দোকানপাট সব বন্ধ। তবে স্থানীয়দের একাংশের আশঙ্কা, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পরিস্থিতি আবার উত্তপ্ত হয়ে যেতে পারে।
প্রসঙ্গত, সন্দেশখালীর জেলিয়াখালি এলাকার বাসিন্দারা স্থানীয় তৃণমূল নেতা শেখ শাহজাহান, শিবু হাজরা এবং উত্তম সর্দারকে গ্রেফতার করে জমি ফেরতের দাবীতে বিক্ষোভ দেখাতে থাকেন। এমনকি গতকাল উত্তেজিত এলাকাবাসীরা শিবুর পোলট্রি ফার্মে আগুন ধরিয়ে দেন। পরে তাঁর বাড়ি ও বাগানবাড়িতেও আগুন লাগিয়ে দেয়। এর জেরে গোটা এলাকা রণক্ষেত্র হয়ে উঠেছিল। এই ঘটনায় বৃহস্পতিবার পুলিশ পাঁচ জনকে ও গতকাল আট জনকে গ্রেফতার করে।