নিজস্ব সংবাদদাতাঃ জপাইগুড়িঃ গতকাল জলপাইগুড়ির বৈকুণ্ঠপুরের জঙ্গল থেকে করলা নদী ধরে শহরে দু’টি দলছুট হাতি প্রবেশ করেছে। দু’টি হাতি আনন্দচন্দ্র কলেজের বয়েজ হোস্টেলের পিছনের একটি ঝোপে আশ্রয় নিয়েছে। এই ঘটনার খবর চাউর হতেই চারিদিকে তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়ে।
সূত্রের ভিত্তিতে জানা গেছে, এদিন হাতি দু’টি আচমকা জলপাইগুড়ির কোভিড হাসপাতালের কাছাকাছি চলে আসে। তাই বনকর্মীরা হাতি দু’টিকে তাড়িয়ে আবার বনে ফেরানোর চেষ্টা করছেন। এ দিকে শহরের একেবারে মাঝামাঝি অবস্থান করার কারণে বেলা বাড়লেই হাতি দু’টিকে দেখতে সাধারণ মানুষ জমায়েত করেন।
Sponsored Ads
Display Your Ads Here
আর করোনা পরিস্থিতিতে এই ধরণের জমায়েত আটকাতে জলপাইগুড়ির জেলাশাসক মৌমিতা গোদারা বসু ১৪৪ ধারা জারি করার কথা জানিয়েছেন।
Sponsored Ads
Display Your Ads Here