নিজস্ব সংবাদদাতাঃ হুগলীঃ আজ সকালবেলা থেকে থমথমে রিষড়ার সন্ধ্যাবাজার এলাকা। গতকাল সেখানে বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষের মিছিলে অশান্তির ঘটনায় পুলিশের হাতে গ্রেফতার হলেন কমপক্ষে ১২ জন। এছাড়া রিষড়া ও মাহেশ এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।
উল্লেখ্য, গতকাল দিলীপ ঘোষের মিছিলে ইটবৃষ্টি এবং অগ্নিসংযোগ ঘটে। ফলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঁদানে গ্যাসের শেল ছোঁড়েন। এই সংঘর্ষে পুরশুড়ার বিজেপি বিধায়ক বিমান ঘোষ ও রিষড়া থানার ওসি পিয়ালি বিশ্বাস সহ বেশ কয়েক জন পুলিশকর্মীও আহত হয়েছেন। এই ঘটনায় এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। এমনকি পুলিশ পিকেটও বসেছে।
Sponsored Ads
Display Your Ads Here
এদিন সকালবেলা থেকে পুলিশ এলাকায় প্রচার চালান যে, বিনা প্রয়োজনে কেউ যেন বাড়ির বাইরে না বের হয়। পাশাপাশি ১৪৪ ধারা মেনে চলারও নির্দেশ দেওয়া হয়েছে। আর অশান্তির পর থেকে সন্ধ্যাবাজার বন্ধ এবং জিটি রোড খোলা থাকলেও পার্শ্ববর্তী দোকানগুলি বন্ধ রয়েছে। পথে বেশী লোকজনের জমায়েতও নেই। তবে কিছু কিছু যানবাহন চলছে।
Sponsored Ads
Display Your Ads Here
এদিন চন্দননগর পুলিশ কমিশনারেটের কর্তারা এলাকায় টহলদারি চালান। শ্রীরামপুর থেকে মাহেশ হয়ে রিষড়া যাওয়ার পথে জিটি রোডে নাকা তল্লাশিও চালানো হচ্ছে। এর সাথে সাথে প্রশাসনের তরফে নির্দেশ দেওয়া হয়েছে যে, আজ রাতেরবেলা ১০ টা অবধি ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখতে হবে।
Sponsored Ads
Display Your Ads Here