নিজস্ব সংবাদদাতাঃ মেদিনীপুরঃ অতি গভীর নিম্নচাপের জেরে গতকাল থেকে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় বৃষ্টি শুরু হয়েছে। এর জেরে দিঘা, মন্দারমণি, তাজপুর, শঙ্করপুর সহ উপকুলবর্তী এলাকার সমুদ্রে জলস্তর বৃদ্ধি হয়েছে।
আজ সকালবেলা থেকে দিঘা সহ উপকূলবর্তী এলাকার আকাশ কালো মেঘে ঢাকা পড়েছে। কিন্তু বৃষ্টির দাপট কিছুটা কমলেও ঝোড়ো হাওয়া বইছে। আর পূর্ণিমার কোটালের ধাক্কায় সমুদ্রের জলস্তর বৃদ্ধি পেয়েছে। দিঘার প্রশাসন সূত্রে জানা গিয়ে গেছে, এখন দিঘায় পর্যটকের চাপ কম। তবে আবহাওয়া খারাপ থাকায় গার্ডওয়াল ছাপিয়ে ফুটপাথে জল আছড়ে পড়ছে।
![- Sponsored -](https://indianprimetime.in/wp-content/uploads/2021/02/advertisehere.png)
- Sponsored -
তাই জলোচ্ছ্বাসের কারণে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে সমুদ্রস্নানে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আর পর্যটকেরা যাতে এখন গার্ডওয়ালে না উঠে পড়েন বা সমুদ্রে স্নান করতে না নামেন সে দিকে প্রশাসন নজরদারি চালাচ্ছে। মৎস্যজীবীদেরও গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।
![](https://indianprimetime.in/wp-content/uploads/2023/07/IMG-20230720-WA0036-1-203x300.jpg)
দিঘা ফিশারম্যান অ্যান্ড ফিশ ট্রেডার্স অ্যাসোসিয়েশনের সভাপতি শ্যামসুন্দর দাস জানান, ‘‘আবহাওয়া দপ্তরের নির্দেশ মতো এই মুহূর্তে মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। সেই সঙ্গে যারা গভীর সমুদ্রের গিয়েছেন তাদেরও ফিরে আসতে বলা হয়েছে। পূর্ণিমার ভরা কোটালের সাথে খারাপ আবহাওয়া থাকায় সমুদ্র যথেষ্ট উত্তাল হয়ে রয়েছে।’’