নিজস্ব সংবাদদাতাঃ নয়া দিল্লিঃ দিল্লির বাতাসে দূষণের পরিমাণ একটু কমতেই আগামী বুধবার থেকে রাজধানীর সব প্রাথমিক বিদ্যালয় খুলে যাবে। আর সরকারী দপ্তরের ৫০ শতাংশ কর্মীর বাড়ি থেকে কাজ করার নির্দেশও বাতিল করা হয়েছে। আজ দিল্লির পরিবেশমন্ত্রী গোপাল রাই এই নির্দেশ দেন।
এছাড়া রাস্তা, জাতীয় সড়ক ও উড়ালপুল নির্মাণের উপর যে নিষেধাজ্ঞা ছিল, তাও তুলে নেওয়া হয়েছে। এমনকি শহরের মধ্যে পণ্যবাহী ট্রাক প্রবেশেরও অনুমতি দেওয়া হয়েছে। একমাত্র বেসরকারী নির্মাণের উপর এখনো নিষেধাজ্ঞা জারি রয়েছে।
Sponsored Ads
Display Your Ads Here
উল্লেখ্য, এদিন সকালবেলাও দিল্লিতে বাতাসের গুণমান সূচক খুব খারাপ (এয়ার কোয়ালিটি ইনডেক্স) ছিল। এছাড়া একিউআইয়ের মাত্রা ৩৫২ ছিল। প্রসঙ্গত, বাতাসের গুণমানের সূচক ৩৫১ থেকে ৫০০ এর মধ্যে থাকলে বাতাসের মান ভয়াবহ বলা হয়।
Sponsored Ads
Display Your Ads Here
৫০০ ছাড়িয়ে গেলে তা অতি ভয়াবহ হয়ে ওঠে। গুণমানের এই সূচকটি বাতাসে ভাসমান সূক্ষ্ম ধূলিকণার পরিমাণ (পিএম-১০) এবং অতি সূক্ষ্ম ধূলিকণার পরিমাণের (পিএম ২.৫) উপরে নির্ভর করে। কার্যত কোনো অঞ্চলে প্রতি ঘনমিটার বাতাসে পিএম ২.৫ এর উপস্থিতির হারই ওই অঞ্চলের বাতাসের গুণমানের সূচক।
Sponsored Ads
Display Your Ads Here