নিজস্ব সংবাদাতাঃ আজ ফের দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের চেয়ারম্যানের পদ ছাড়লেন কর্নেল দীপ্তাংশু চৌধুরী। ইতিমধ্যে তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পদত্যাগপত্র পাঠিয়েছেন। তার পাশাপাশি তৃণমূল ছাড়লেন পশ্চিম বর্ধমান জেলা তৃণমূলের দুই সহসভাপতি এবং কোষাধ্যক্ষ।
দীপ্তাংশু বিজেপি ছেড়ে তৃণমূলে আসার পর দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের চেয়ারম্যান হয়েছিলেন। গতকাল পূর্ব বর্ধমানের বিধায়ক সুনীল মণ্ডলের বাড়িতে শুভেন্দু অধিকারী, জিতেন্দ্র তিওয়ারিসহ নেতাদের বৈঠকেও যোগ দিয়েছিলেন তিনি। আর আজই সরকা্রী পদ থেকে ইস্তফা দিয়ে দিলেন দীপ্তাংশু।
ঠিক তেমনই আসানসোলের পুর প্রশাসকের পদ থেকে ইস্তফা দিয়েছেন ও দলত্যাগ করেছেন জিতেন্দ্র তিওয়ারি। জিতেন্দ্র তৃণমূলের পশ্চিম বর্ধমান জেলা সভাপতি। তবে দলত্যাগের আগেই তাঁকে চিঠি পাঠিয়েছিলেন জেলা সহ সভাপতি অভিজিত্ আচার্য, কোষাধ্যক্ষ অমিত তুলসীয়ান এবং সাধারণ সম্পাদক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়।
জিতেন্দ্র তিওয়ারির তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করার পর থেকেই অনেকে উল্টো সুরে কথা বলছিলেন। আর আজ সেই জিতেন্দ্র দল ছাড়ার পর মূলত পশ্চিম বর্ধমান জুড়ে দল ছাড়ার হিড়িক পড়ে গিয়েছে। যার জেরে অনেকটাই চিন্তিত শাসকদল।