জেটলির মূর্তি উদ্ভোধনে অমিতের সাথেই উপস্থিত ছিলেন সৌরভ

Share

নয়া দিল্লিঃ আজ DDCA তে উদ্ভোধন করা হল প্রয়াত প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী অরুণ জেটলির মূর্তির। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, BCCI সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়, সচিব জয় শাহ, কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর, বিজেপি সাংসদ গৌতম গম্ভীর সহ প্রমুখ।

আজ অনুষ্ঠান মঞ্চে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, ‘‌’‌ক্রিকেট খেলার সঙ্গে দু’‌ধরনের মানুষ যুক্ত থাকেন। এক যাঁরা ক্রিকেট খেলেন আর দুই যাঁরা ক্রিকেট খেলার জন্য উপযুক্ত পরিবেশ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন। আর তাঁদের সকলের অনেক অবদান থাকে। এজন্যই আমরা এই মূর্তির উন্মোচন করছি”।

প্রয়াত অরুণ জেটলিরই সম্পর্কে BCCI সভাপতি বলেছিলেন ‘‌’‌অরুণ জেটলি বরাবরই ক্রিকেটার্স পার্সন ছিল। ক্রিকেটে একজনের প্রশাসকের ভূমিকাও যথেষ্ট গুরুত্বপূর্ণ। আর আমি নিজেও সেটা বুঝেছি আর আশা রাখব DDCA-র সভাপতি হিসেবে অরুণ জেটলির পুত্র রোহনও প্রশংসনীয় কাজ করবেন”।

গতকাল রাজভবনে রাজ্যপালের সঙ্গে বৈঠকের পর থেকেই সৌরভের রাজনীতিতে যোগদান নিয়ে জল্পনা তুঙ্গে ছিল।‌ তবে আজ সাংবাদিকদের মূখোমুখি হয়েও সেই প্রসঙ্গে কোনো মন্তব্য করলেন না তিনি। 

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram