অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ এ যেন বাংলার লজ্জা। লিওনেল মেসির মাঠ ছাড়তেই ভয়ানক ছবি। গোটা বিশ্ব একেবারে হতভম্ভ। বিরোধীরা বলছেন, “বাংলার মাথা হেঁট হলো।” রাজনৈতিক, নাগরিক মহলে চাপানউতোরের মধ্যেই রাজ্য পুলিশের কর্তারা যুবভারতী থেকে সাংবাদিকদের মুখোমুখি হলেন। রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার, এডিজি আইন-শৃঙ্খলা জাভেদ শামিমও উপস্থিত ছিলেন। পুলিশ সরাসরি আয়োজকদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছে। রাজীব কুমার জানান, “আয়োজকদের টাকা ফেরত দিতে বলা হয়েছে।”

জাভেদ শামিম এই প্রসঙ্গে বলেন, “অভিযোগ হচ্ছে, এফআইআর হবে। কোথায় কোথায় সমস্যা আছে, কারা কারা দোষী সবই তদন্ত করে দেখা হবে। পুলিশ অত্যন্ত গুরুত্বের সাথে বিষয়টা দেখছে। দোষীদের কোনোভাবেই রেয়াত করা হবে না। যাঁরা যাঁরা এর জন্য দায়ী কাউকেই ছাড়া হবে না, শাস্তি পাবেনই।” এদিকে শুরু থেকেই জানা গিয়েছিল পুরো উদ্যোগের নেপথ্যে শতদ্রু দত্ত রয়েছেন। অতএব শতদ্রু দত্তর বিরুদ্ধে এফআইআর হয়েছে কিনা, তাঁকে আটক করা হয়েছে কিনা? জানতে চাইলে জাভেদ শামিম স্পষ্টতই বলেছেন, “হ্যাঁ এফআইআর প্রক্রিয়া চলছে। ওনাকে আটক করা হয়েছে। এরপরে যে আইনী পদক্ষেপ আছে করা হবে।”

যদিও কিছুক্ষণের মধ্যেই কলকাতা বিমানবন্দর থেকে শতদ্রু দত্তকে গ্রেফতার করা হয়েছে বলে জানা যায়। ওই সময় শতদ্রু লিওনেল মেসির সাথে বিমানে উঠতে গিয়েছিলেন। দ্রুত জিজ্ঞাসাবাদও শুরু হতে চলেছে বলে জানা যাচ্ছে। এখন সেই জেরা থেকে কি উঠে আসে? আর কেউ জড়িত রয়েছে কিনা সেটাই নজরে রাখা হচ্ছে। আগামীকাল বিধাননগর আদালতে তোলা হবে। এদিকে, ইতিমধ্যেই এই সমগ্র ঘটনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের এক্স হ্যান্ডেলে লিওনেল মেসি সহ দর্শকদের কাছে ক্ষমাও চেয়েছেন।
Sponsored Ads
Display Your Ads Here
অন্যদিকে, বিরোধীরা রাজ্যের মন্ত্রীদের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন। সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম এই বিষয় জানিয়েছেন, “সবার টিকিটের দাম ফেরাতে হবে। অরূপ বিশ্বাস ও সুজিত বোসকে মন্ত্রীসভা থেকে সরাতে হবে এবং আইনী পদক্ষেপ গ্রহণ করতে হবে।” পাশাপাশি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও দাবী তুলেছেন যে, “অরূপ বিশ্বাসকে গ্রেফতার করতে হবে।”










