নিজস্ব সংবাদদাতাঃ হাওড়াঃ এবার ২৫ শে ডিসেম্বর অর্থাৎ বড়দিনের আগেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে হাওড়ার সাঁতরাগাছি সেতু খুলে দেওয়া হবে। রাজ্যের পূর্ত মন্ত্রী পুলক রায় এমনটাই জানান।
পুলক রায় বলেন, “দিনের পর দিন গাড়ির চাপে সাঁতরাগাছি সেতুর স্বাস্থ্য বেহাল হয়ে পড়েছিল। তাই ১৯ শে নভেম্বর থেকে সেতুতে যান চলাচল নিয়ন্ত্রণ করা শুরু হয়। ৪০ টি এক্সপানশন জয়েন্ট নতুন করে বসাবার কাজ শুরু হয়। আপাতত রাতেরবেলা ওই সেতুতে যান চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে।
Sponsored Ads
Display Your Ads Here
এত দিন ঠিক ছিল আগামী ৩১ শে ডিসেম্বর অবধি সেতু মেরামতির কাজ হবে। কিন্তু রাজ্যে উৎসবের মেজাজ। শীতের মরসুমে বহু মানুষ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে কলকাতার নানা দর্শনীয় জায়গায় আসেন। তাই এই সময় রাস্তায় বেরিয়ে কেউ যাতে সমস্যা না পড়েন সেই কথা ভেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে যুদ্ধকালীন তৎপরতায় সেতু মেরামতির কাজ চলছে।
Sponsored Ads
Display Your Ads Here