রায়া দাসঃ কলকাতাঃ গতকাল আর জি কর মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ সহ বিপ্লব সিনহা, সুমন হাজরা ও আফসর আলি খান নামে চার জনকে গ্রেফতার করার পর আজ আলিপুরের বিশেষ সিবিআই আদালতে পেশ করা হয়। এদিন সিবিআই সন্দীপ ঘোষকে নিয়ে আদালতে পৌঁছাতেই তুমুল বিশৃঙ্খলা তৈরী হয়। সন্দীপ ঘোষকে লক্ষ্য করে আইনজীবীরাই চারিদিক থেকে চোর, চোর শ্লোগান, ধিক ধিক ধিক্কারের মতো শ্লোগান দিতে থাকেন। এমনকি এজলাসের মধ্যেও আইনজীবীরা বিক্ষোভ দেখাতে থাকেন।
ফলে বিচারক সকলকে শান্ত থাকার আর্জি জানালেও কোনো লাভ হয়নি। শেষ অবধি এমন পরিস্থিতি দাঁড়ায় যে, বিচারক অতিরিক্ত পুলিশ বাহিনী নিয়ে আসার জন্য নির্দেশ দিতে বাধ্য হন। এদিন সিবিআইয়ের আইনজীবী সন্দীপ ঘোষ সহ বিপ্লব সিনহা, সুমন হাজরা এবং আফসর আলিকে দশ দিনের জন্য নিজেদের হেফাজতে চান। তবে দু’পক্ষের বক্তব্য শুনে বিচারক অভিযুক্তদের আট দিনের জন্য সিবিআই হেফাজতে যাওয়ার নির্দেশ দিয়েছেন।
Sponsored Ads
Display Your Ads Here
প্রসঙ্গত উল্লেখ্য যে, সন্দীপ ঘোষ ছাড়া আর যারা অভিযুক্ত আছে, তাদের মধ্যে বিপ্লব সিনহা ও সুমন হাজরাকে সন্দীপ ঘোষ অধ্যক্ষ থাকাকালীন আর জি কর মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে বেআইনী ভাবে ক্যাফে এবং স্টলের বরাত পাইয়ে দিয়েছিলেন। আর আফসর আলি সন্দীপ ঘোষের প্রাক্তন দেহরক্ষী ছিলেন।
Sponsored Ads
Display Your Ads Here