Indian Prime Time
True News only ....

সবুজদ্বীপে অবৈধ ভাবে বালি ও মাটি কেটে চলছে পাচারের কাজ

- Sponsored -

- Sponsored -

নিজস্ব সংবাদদাতাঃ হুগলীঃ হুগলীর বলাগড় ব্লকের সবুজদ্বীপের গা ঘেঁষা একটি চর থেকে দিনের পর দিন রাতের অন্ধকারে বেআইনী ভাবে গঙ্গা থেকে অবাধে বালি তোলা ও মাটি কেটে ভুটভুটিতে পাচারের অভিযোগ উঠেছে।

ওই চরে স্থানীয় সোমরা দুই নম্বর পঞ্চায়েতের সুখড়িয়া এলাকার মানুষ জন চাষবাস করেন। তাদের অভিযোগ, ‘‘রাতেরবেলা দু’শো বিঘা ওই চরে একের পর এক ভুটভুটি এসে থামে। আর এক-একটি ভুটভুটিতে প্রায় দশ থেকে বারো জন থাকে। তারাই মাটি কেটে ভুটভুটিতে তোলে। কিন্তু ভোরের আলো ফোটার পরে তাদের চিহ্ন থাকে না।

যেভাবে চর থেকে বালি তোলা এবং মাটি কাটা হয় তাতে ভবিষ্যতে চরটি থাকবে কিনা সন্দেহের। চোখের সামনে এই অন্যায় দেখেও প্রতিবাদের সাহস হয় না। স্থানীয় প্রশাসনকে মৌখিক ভাবে জানিয়েও কোনো লাভ হয়নি।’’ দক্ষিণবঙ্গ মৎস্যজীবী ফোরামের জেলার আহ্বায়ক বিবর্তন ভট্টাচার্য জানান, ‘‘ভুটভুটি চলাকালীন জ্বালানী তেল গঙ্গায় পড়ে ছড়িয়ে পড়ায় জল বিষাক্ত হচ্ছে। এতে মাছ মরে যায়। বিষয়টি নিয়ে মৎস্যজীবীদের সাথে কথা বলা হবে।’’

পঞ্চায়েত প্রধান ময়না মুর্মু বলেন, ‘‘এক জন চাষী লিখিত ভাবে জানিয়েছেন। বিষয়টি খতিয়ে দেখে প্রশাসন যা ব্যবস্থা নেওয়ার নেবে।’’ প্রশাসন অবশ্য জানিয়েছে, ‘‘বিষয়টি তাদের গোচরে নেই।’’ বিডিও সুপর্ণা বিশ্বাসের প্রতিক্রিয়া মেলেনি। তিনি ফোন ধরেননি। যুগ্ম বিডিও সুরঞ্জন বিশ্বাস বলেন, ‘‘আমাদের কাছে কোনও অভিযোগ আসেনি। খোঁজ নিয়ে দেখা হবে।’’
- Sponsored -

- Sponsored -

- Sponsored -

- Sponsored -

বিজেপি নেতা স্বপন পাল জানালেন, ‘‘রাজ্য জুড়েই তৃণমূলের লোকেরা এভাবে লুটেপুটে খাচ্ছে।’’ সিপিএমের জেলা কমিটির সদস্য অতনু ঘোষ বলেছেন, ‘‘এ আর নতুন কিছু নয়। তৃণমূলের মাটি মাফিয়া, বালি মাফিয়াদের সঙ্গে সংযোগ রয়েছে। আমরা এলাকার সাধারণ মানুষকে নিয়ে প্রতিবাদে নামব।’’

এদিকে পুলিশ মাটি কারবারিদের সাথে যোগাযোগের কথা অস্বীকার করেছে। তৃণমূলও দায় নিতে চায়নি। আইএনটিটিইউসির জেলা সাধারণ সম্পাদক দেবায়ন রায় জানিয়েছেন, ‘‘বিরোধীদের কাজই মিথ্যা অভিযোগ আনা। তৃণমূল এর সাথে জড়িত নয়। বেআইনী ভাবে বালি বা মাটি কাটা হলে প্রশাসন দেখবে। এটা আমাদের দেখার কাজ নয়।’’

- Sponsored -

- Sponsored -

Get real time updates directly on you device, subscribe now.

- Sponsored -

- Sponsored -

- Sponsored