মিনাক্ষী দাসঃ উত্তর চব্বিশ পরগণাঃ গতকাল রাতেরবেলা উত্তর চব্বিশ পরগণার মধ্যমগ্রাম চৌমাথা এলাকায় তিন জন পাচারকারীর কাছ থেকে উদ্ধার একটি পূর্ণবয়স্ক চিতাবাঘের চামড়া।
জানা যাচ্ছে, জেলার বনদপ্তর গোপন সূত্র মারফত খবর পেয়ে অভিযান চালিয়ে ওই পাচারকারীদের আটক করে চিতাবাঘের চামড়া উদ্ধার করে। পাচারকারীদের জিজ্ঞাসাবাদ করে জানা গিয়েছে, তারা ওড়িশার বাসিন্দা। আর এই বাঘের ছাল ওড়িশার কালাহান্ডি বৌধ এলাকার স্থানীয় শিকারী ও পাচারকারীদের কাছ থেকে সংগ্রহ করেছিল।
এরপর আট লক্ষ টাকার বিনিময়ে কলকাতায় বিক্রি করার পরিকল্পনা করেছিল। আজ তিন জন পাচারকারীকে পুলিশী হেফাজত থেকে আদালতে পেশ করা হবে। প্রসঙ্গত, এর আগেও অবৈধ ভাবে চামড়া পাচারের উদ্দেশ্যে নৃশংস ভাবে প্রাণীদের হত্যা করা হয়েছে।