নিজস্ব সংবাদদাতাঃ বর্ধমানঃ কলেজে কাউন্সিলের মিটিং চলাকালীন হস্টেলে মদ বিক্রির কথা উঠতেই দুই ছাত্র গোষ্ঠীর মধ্যে শ্লোগান-পাল্টা শ্লোগান নিয়ে বর্ধমান মেডিকেল কলেজে ব্য়াপক উত্তেজনা ছড়ায়। গোটা ক্যাম্পাস তোলপাড় হয়ে যায়। বিশাল পুলিশ বাহিনী সহ র্যাফও নামে।
একাংশের ছাত্রদের দাবি, হস্টেলে মদ বিক্রি হয়েছে। তাঁরা অভিযোগ জানিয়েছিলেন কর্তৃপক্ষের কাছে। কিন্তু কলেজ কী ব্য়বস্থা নিচ্ছে তা জানতেই তাঁরা এসেছিলেন। তবে অন্যপক্ষের অভিযোগ, বহিরাগতরা কলেজে ঢুকেছে! এ ঘটনারই প্রতিবাদে তারা সরব হয়েছেন। বেশ কিছুক্ষণ ধরে দুই শিবিরের মধ্যে তরজায় তপ্ত হয়ে ওঠে ক্যাম্পাস। উঠতে থাকে স্লোগান, পাল্টা স্লোগান। পরিস্থিতি এমন দাঁড়ায় যে ছুটে আসতে হয় পুলিশকেও।
বর্ধমান মেডিকেল কলেজের হাউসস্টাফ শুভ্রনীল ঘোষের স্পষ্ট অভিযোগ, স্পন্দন অনুষ্ঠানে বয়েজ হস্টেল ৭ নম্বর থেকে অবৈধভাবে মদ বিক্রি করা হয়েছে। তিনি বলছেন, “আমরা এ নিয়ে প্রিন্সিপালের কাছে অভিযোগ জমা দিয়েছি। কলেজে বৈঠক হচ্ছে। বৈঠক থেকে কী বের হয় তা জানতেই আমরা এসেছিলাম। কিন্তু আমাদের বের করে দেওয়ার চেষ্টা করা হয়। কিন্তু কেন বের করে দেওয়া হবে? তারই প্রতিবাদে আমরা ধরনায় বসেছি।”
Sponsored Ads
Display Your Ads Here
অন্যদিকে পাল্টা সুর চড়াচ্ছেন আরজি কর আন্দোলনের সঙ্গে যুক্ত ছাত্র প্রহ্লাদ অধিকারীরা। প্রহ্লাদের সাফ কথা, কলেজে সুস্থ ও শান্তির পরিবেশ ফিরিয়ে দিতে হবে। রীতিমতো ক্ষোভের সঙ্গেই তিনি বলছেন, “অসাধু লোকজনদের কলেজ থেকে বের করে দিতে হবে। এখানে যাঁরা এসেছে তাঁদের বিরুদ্ধে একাধিক অবিযোগ রয়েছে। আমরা স্পষ্ট কথা, কলেজে কোনও জঞ্জাল থাকুক তা আমরা চাইছি না। কলেজে এদের ঢুকতে দেওয়া হবে না।”