নিজস্ব সংবাদদাতাঃ ঝাড়খণ্ডঃ ঝাড়খণ্ডের কোডার্মা জেলার দুটি কেন্দ্রে একশো জনকে টীকা দেওয়ার কথা ছিল। কিন্তু তা পূরণ না করায় ঝাড়খণ্ড রাজ্য সরকার ঘোষণা করলেন যে, রাজ্যের সরকারী কর্মচারীরা কোভ্যাক্সিন না নিলে কোনো বেতন পাবেন না। এমনই ফতোয়া জারি করল। তবে এই নির্দেশিকা জারি করার পর থেকেই রাজ্য জুড়ে প্রচণ্ড শোরগোল শুরু হয়।
গত ১৬ ই জানুয়ারী ঝাড়খণ্ড সরকার ঝাড়খণ্ডের কোডার্মা জেলার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের অধীনে থাকা স্বাস্থ্য আধিকারিক ও জেলা স্বাস্থ্য সমিতির মুখ্য কার্যনির্বাহী আধিকারিকদের এমনই নির্দেশ জারি করেছেন। স্বাস্থ্য বিভাগের কর্মীদের প্রতি জারি করা এই নির্দেশে বলা হয়, যে সরকারী কর্মী করোনা প্রতিষেধক টীকা নেননি শীঘ্রই তারা এই টিকা নিয়ে নিন। কিন্তু এই নির্দেশ অমান্য করলে আগামী নির্দেশ আসা পর্যন্ত বেতন পাবেন না তারা। আর টীকা নেওয়ার প্রমাণপত্র জমা করার পরেই মাইনে মিটিয়ে দেওয়া হবে।
এই নির্দেশ জারি হওয়ার পর থেকেই সরকারী কর্মীরা বিরোধীতা শুরু করেন। যার জেরে এই নির্দেশ প্রত্যাহার করে নেওয়া হয়।