ব্যুরো নিউজঃ ইউক্রেনঃ আজ রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ১২ দিনে পড়ল। কিন্তু রাশিয়া মানবিক করিডর গঠন করতে ইউক্রেনের একাধিক শহরে এই নিয়ে তৃতীয়বার সাময়িক যুদ্ধ বিরতি ঘোষণা করেছে। তবে ইউক্রেন বলছে, ‘এ সবই রাশিয়ার নাটক। কারণ এর আগে রুশ সেনা কিভ সহ বহু শহরে যুদ্ধবিরতি ঘোষণা করার পরে আক্রমণ চালিয়ে সাধারণ মানুষের প্রাণ কেড়েছে।’
সূত্রের ভিত্তিতে জানা গিয়েছে, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমি পুতিন ফরাসী প্রেসিডেন্ট ইমানুয়েল মাকড়েঁর অনুরোধে ভারতীয় সময় বেলা সাড়ে ১২ টা থেকে সুমি, খারকিভ ও মারিপুল শহরে এই যুদ্ধবিরতি ঘোষণা করেছে।
Sponsored Ads
Display Your Ads Hereতবে ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলনস্কি জানান, ‘‘এর আগে দু’বার রাশিয়া ইউক্রেনের ভলনোভাখা এবং মারিউপোল শহরে সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা করে। কিন্তু প্রতিবারই সেই বিরতি ভেঙে হামলা চালিয়েছে। তাই এই সবই রাশিয়ার নাটক’’।
এছাড়া রাশিয়া খারকিভের একটি পরমাণু চুল্লির কাছে লাগাতার ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে। এই হামলা চালানোর সময় যে গ্র্যান্ড লঞ্চার ব্যবহার করছে ওই নিশানা তেমন পোক্ত নয়। ফলে যেকোনো মুহূর্তে ওই পরমাণু চুল্লিতে বিস্ফোরণ ঘটতে পারে। এক বার যদি সেখানে বিস্ফোরণ ঘটে তাহলে সেই প্রভাব ইউরোপের দেশগুলিতে দ্রুত ছড়িয়ে পড়তে পারে।
Sponsored Ads
Display Your Ads Here
রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের কার্যালয়ের তরফ থেকে জানানো হয়েছে, রাশিয়ার আগ্রাসন শুরু হওয়ার পর থেকে ইউক্রেনে ২৬০ জন অসামরিক ব্যক্তি প্রাণ হারিয়েছেন। আর ২৪ শে ফেব্রুয়ারী থেকে প্রায় সাড়ে ১০ লক্ষ মানুষ ইউক্রেন ছেড়ে অন্য দেশের শরণার্থী হয়ে গিয়েছেন।
Sponsored Ads
Display Your Ads Here