নিজস্ব সংবাদদাতাঃ ওড়িশাঃ ওড়িশার জাজপুর জেলার পুবোলা মুণ্ডাশাহি গ্রামে পারিবারিক অশান্তি জেরে ঘুমন্ত স্বামীর যৌনাঙ্গ ধারা কেটে খুন করার অভিযোগ উঠলো স্ত্রীর বিরুদ্ধে। মৃত ব্যক্তির নাম রাজু চাম্পিয়া। বয়স ৩৯ বছর। ঘটনার পর থেকেই স্ত্রী কুনি চাম্পিয়া পলাতক।
স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকাবাসীরা একটি খালে রাজুর মৃতদেহ দেখতে পেয়ে স্থানীয় সুকিন্দা থানায় জানান। মৃতদেহ উদ্ধার করার পর দেখা যায় সারা শরীরে গভীর ক্ষত। যৌনাঙ্গটিকে দেহের বেশ কিছুটা দূর থেকে উদ্ধার করা হয়। মৃতের পরিবার তার স্ত্রীর বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করেন।
আর সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছেন। এছাড়া রাজুর পরিবারের সূত্রে জানা গিয়েছে, এটি রাজুর দ্বিতীয় বিয়ে। আগের পক্ষের স্ত্রীর সঙ্গে বিবাহ বিচ্ছেদ হয়ে গিয়েছে। দ্বিতীয় স্ত্রীর সাথে শ্বশুরবাড়িতে থাকতেন।