দুষ্কৃতীদের হাতে গুলিবিদ্ধ শাসকদলের নেতা
নিজস্ব সংবাদদাতাঃ উত্তর দিনাজপুরঃ গতকাল সন্ধ্যাবেলা উত্তর দিনাজপুরের রায়গঞ্জে দুষ্কৃতীদের হামলায় গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হলো একজন তৃণমূল কর্মীর। এই ঘটনার জেরে ভুটকি হাট গন্ডার মোড় এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়েছে।
জানা গিয়েছে, সন্ধ্যাবেলা মহম্মদ সোলেমান কাজের সূত্রেই ভুটকি হাট এলাকায় গিয়েছিলেন। বাড়ি ফেরার আগে তপন মাহাতো নামে এক ব্যক্তির লটারির দোকানে বসে আড্ডা দিচ্ছিলেন। সেই সময় দু’জন দুষ্কৃতী বাইকে চেপে এসে সোলেমানবাবুকে গুলি করে পালায়।
এরপর দ্রুত শিলিগুড়ির একটি বেসরকারী হাসপাতালে নিয়ে যাওয়া হলে পেশায় ব্যবসায়ী সোলেমান সেখানেই মারা গিয়েছেন। সোলেমান তৃণমূলের এসটি, এসসি ও ওবিসি সেলের বলরাম অঞ্চলের বুথ সভাপতি ছিলেন। পুলিশ সোলেমানবাবুর গুলিবিদ্ধ হওয়ার খবর পেয়েই ঘটনাস্থলে এসে উপস্থিত হয়।
ইতিমধ্যে পুলিশ পুরো বিষয়টি খতিয়ে দেখছে। আর এই ঘটনায় কারা জড়িত তা পুরোপুরি তদন্ত করে দেখা হচ্ছে।