অবশেষে সিবিআইয়ের জেরার মুখে রুজিরা
চয়ন রায়ঃ কলকাতাঃ কয়লা কাণ্ডে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রীকে জেরা শুরু করল সিবিআই। মঙ্গলবার কলকাতায় কালীঘাটের ১৮৮এ, হরিশ চ্যাটার্জি স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে সিবিআইয়ের বিশেষ দল যান। এই দলে আটজন সিবিআই আধিকারিক রয়েছেন। তারাই রুজিরা বন্দ্যোপাধ্যায়কে কয়লা কাণ্ডে জেরা শুরু করেছেন।
যদিও তাঁকে জেরা করার আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে সকালে উপস্থিত হন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি ছাড়তেই ঠিক ৩ মিনিটের মধ্যে সেখানে সিবিআইয়ের আধিকারিকরা উপস্থিত হন। সিবিআই আধিকারিকরা আসার আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি পুলিশী নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে। সাংবাদিকদের জন্য ব্যারিকেড করে দেওয়া হয়েছে।
সিবিআই সূত্রে খবর, জিজ্ঞাসাবাদের জন্য ৮ পাতার প্রশ্ন তালিকা তৈরি করা হয়েছে। এখানে জানতে চাওয়া হবে রুজিরা বন্দ্যোপাধ্যায়ের নাগরিকত্ব নিয়ে। তাঁর কটি পাসপোর্ট রয়েছে, তিনি কোনো রেজিস্টার্ড সংস্থার সঙ্গে যুক্ত কিনা, কোনো সংস্থার পদাধিকারী কিনা এছাড়া ব্যাংক অ্যাকাউন্ট সংক্রান্ত তথ্য জানতে চাওয়া হবে।