নিজস্ব সংবাদদাতাঃ দার্জিলিংঃ আজ দার্জিলিংয়ের ঘুম স্টেশন থেকে শিলিগুড়িগামী একটি টয় ট্রেন ছাড়ার কিছুক্ষণের মধ্যেই ট্রেনটির ইঞ্জিন লাইনচ্যুত হয়ে পড়ে। এই দুর্ঘটনায় হতাহতের কোনো খবর না থাকলেও পর্যটকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
স্থানীয় সূত্রে খবর, এদিন ঘুম স্টেশন পেরোতেই ট্রেনটির ইঞ্জিনটি খুলে যেতেই টয় ট্রেনটি হুড়মুড় করে থেমে যায়। আর লাইনচ্যুত হতেই যাত্রীদের মধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এরপর যাত্রীরা টয় ট্রেন সফর বাতিল করা শুরু করেন। আর অনেকেই সড়কপথেই ফিরতে শুরু করেন। তবে এই দুর্ঘটনার পর দ্রুত উদ্ধার কাজ শুরু হয়।
Sponsored Ads
Display Your Ads Here
উত্তর-পূর্ব ভারতের রেলের জনসংযোগ আধিকারিক সব্যসাচী দে এই দুর্ঘটনা প্রসঙ্গে জানান, ‘‘ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। উদ্ধারের কাজ চলছে। যাত্রীদের বিকল্প ট্রেনের কথা জানানো হয়েছিল। কিন্তু তারা সড়কপথে যাওয়ার সিদ্ধান্ত নেওয়ায় টিকিটের টাকা ফিরিয়ে দেওয়া হবে।’’
Sponsored Ads
Display Your Ads Here