নিজস্ব স্নবাদ্দাতাঃ শিলিগুড়িঃ পরিশ্রুত পানীয় জলের ব্যবস্থার দাবীতে আজ বিজেপি শিলিগুড়ি ডাবগ্রাম-ফুলবাড়ি অন্তর্ভুক্ত ইস্টার্ন বাইপাস সংলঘ্ন কানকাটা মোড়ে পথ অবরোধ করে বিক্ষোভ শুরু করলো।
ডাবগ্রাম-ফুলবাড়ি বিজেপি বিধায়ক শিখা চ্যাটার্জী সহ আরো অনেকে এই বিক্ষোভে নেতৃত্বে ছিলেন। শিখা চ্যাটার্জী জানান যে, “আজ বহু দিন হয়ে গেলো ডাবগ্রাম-ফুলবাড়ির অন্তর্ভুক্ত চয়ন পাড়া, মধ্য শান্তিনগর সহ আরো বেশ কিছু এলাকায় পানীয় জলের সরবরাহ বন্ধ রয়েছে।
Sponsored Ads
Display Your Ads Here
জল বিভাগে বার বার আবেদন জানানোর পরেও এখোনো অবধি কোনোরকম সুরাহা করা হয়নি। যেখানে যেখানে জলের লাইন দেওয়া হয়েছে তা দুর্নীতি পূর্ণ”। দীর্ঘক্ষণ পথ অবরোধের কারণে এলাকায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়।
Sponsored Ads
Display Your Ads Here
এরপর প্রশাসনের পক্ষ থেকে আলোচনার মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এদিকে অবরোধকারীরাও পথ অবরোধ তুলে নেয়। অবিলম্বে সুষ্ঠু ভাবে জল সমস্যার সমাধান না হলে আগামীতে আন্দোলন আরো বৃহত্তর হতে পারে বলে জানিয়ে দিয়েছেন শিখা চ্যাটার্জী।
Sponsored Ads
Display Your Ads Here