দ্বিজেন্দ্রপ্রসাদ মুখোপাধ্যায়ঃ বীরভূমঃ বীরভূমের দুবরাজপুর থানার জয়দেব মোড় থেকে ইলামবাজার থানার জয়দেব মন্দির পর্যন্ত দীর্ঘদিন ধরে বেহাল রাস্তা হয়ে রয়েছে। আর আজ এলাকার ব্যবসায়ীরা এরই প্রতিবাদে প্রায় এক ঘন্টা দুবরাজপুরের জয়দেব মোড়ে জয়দেব মন্দির যাবার রাস্তা অবরোধ করে।
https://www.youtube.com/watch?v=rXxqSe9wp0M
Sponsored Ads
Display Your Ads Herehttps://www.youtube.com/watch?v=mwX2fuuoiDQ
মূলত রাস্তা সংস্কারের দাবীতে এই পথ অবরোধ করা হয়। দুবরাজপুর থানা পুলিশের আশ্বাসে এলাকার ব্যবসায়ীরা পথ অবরোধ তুলে নেন।
Sponsored Ads
Display Your Ads Here
প্রসঙ্গত দীর্ঘদিন ধরে এই রাস্তাটি বেহাল হওয়ার ফলে প্রায়ই দুর্ঘটনা ঘটে থাকে। রাস্তা সংস্কারের দাবীতে এর আগেও এলাকার ব্যবসায়ীরা পথ অবরোধ করেন। কিন্তু ফলস্বরুপ কিছু না হওয়ায় আজ আবারও এলাকার ব্যবসায়ীদের উদ্যোগে এই পথ অবরোধ করা হয়। এই রাস্তাটি সংস্কার হয়ে গেলে সহজে পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের সঙ্গে যোগাযোগ ভালো হয়ে যাবে।
এই রাস্তাটার কিছুটা দুবরাজপুর থানা বা ব্লক এলাকার মধ্যে পড়ে। এছাড়া এই রাস্তার বেশীরভাগ অংশই ইলামবাজার ব্লকের মধ্যে পড়ে।