অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ রেশন দুর্নীতি মামলায় আজ অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত ইডির (এনফোর্সমেন্ট ডিরেক্টরেট) দপ্তরে হাজির হন। এর আগে গত ৫ ই জুন রেশন দুর্নীতি মামলায় তদন্তের জন্য ঋতুপর্ণা সেনগুপ্তকে তলব করা হয়েছিল। কিন্তু বিদেশে থাকায় ইডির দপ্তরে হাজির হননি। পরে ফের ইডি তলব করে। আর ওই তলব অনুসারে আজ দুপুরবেলা ১ টা নাগাদ সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ইডির দপ্তরে এসে হাজির হলেন। আর গাড়ি থেকে নেমে আইনজীবীকে সাথে নিয়ে সিজিও কমপ্লেক্সের ভিতরে চলে যান।
তবে এদিন ঋতুপর্ণা সেনগুপ্ত আসার অনেক আগেই তাঁর হিসাবরক্ষক কাগজপত্র নিয়ে পৌঁছে গিয়েছিলেন। উল্লেখ্য যে, রেশন দুর্নীতি মামলায় গ্রেফতার হওয়া এক জন অভিযুক্তের সাথে একটি সংস্থার প্রায় কোটি টাকার আর্থিক লেনদেন হয়েছে। যার প্রোপ্রাইটর হিসেবে ঋতুপর্ণা সেনগুপ্ত। কিন্তু ইডি এই বিষয়ে সবিস্তারে কিছু জানায়নি। এদিন অভিনেত্রীর হিসাবরক্ষক জানিয়েছিলেন, ‘‘ইডি যে সমস্ত হিসাব চেয়েছিল, তা তিনি অর্থাৎ দেখাশোনা করেন। তাই হিসাব বুঝিয়ে দিতে সুবিধা হবে বলে এসেছেন।’’
Sponsored Ads
Display Your Ads Here