নিজস্ব সংবাদদাতাঃ নয়া দিল্লিঃ কেন্দ্রীয় সরকারী কর্মীদের জন্য সুখবর। আবারও কেন্দ্রীয় সরকারের কর্মীদের এই মহার্ঘ ভাতা ৩৪ শতাংশ থেকে বাড়িয়ে ৩৮ শতাংশ করা হয়েছে। মূল বেতনের (বেসিক পে) ৩৮ শতাংশ হারে ওই ভাতা দেওয়া হবে। যা ২০২২ সালের ১ লা জুলাই থেকে কার্যকর করা হচ্ছে।
প্রসঙ্গত, গত মার্চ মাসেই কেন্দ্র ৩ শতাংশ হারে ডিএ বাড়িয়েছিল। তা গত ১ লা এপ্রিল থেকে কার্যকর করা হয়েছে। এবার ৪ শতাংশ বেড়েছে। ফলে চলতি অর্থবর্ষে মোট ৭ শতাংশ ডিএ বেড়ে গিয়েছে। এর ফলে প্রায় ৪৭.৬৮ লক্ষ কেন্দ্রীয় সরকারের কর্মচারী উপকৃত হচ্ছেন।
Sponsored Ads
Display Your Ads Here
ডিএর হিসাব হয় মূল (বেসিক) বেতনের উপরে। যদি কোনো সরকারী কর্মচারীর মূল বেতন ৩৫ হাজার টাকা হয় তবে তার উপরে ৩৪ শতাংশ হারে এখন ডিএ ১১ হাজার ৯০০ টাকা হবে। এবার সেটা ৩৮ শতাংশ হওয়ার পর মোট ১৩ হাজার ৩০০ টাকা হবে। অর্থাৎ মোট রোজগার ১ হাজার ৪০০ টাকা বাড়বে।
Sponsored Ads
Display Your Ads Here
এই পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকারী কর্মচারীদের তুলনায় রাজ্য সরকারের কর্মীরা অনেকটাই পিছিয়ে পড়তে পারেন। এখন আদালতের নির্দেশ অনুযায়ী, রাজ্যে ৩১ শতাংশ ডিএ বকেয়া রয়েছে।
Sponsored Ads
Display Your Ads Here