পিঙ্কি দক্ষিণ চব্বিশ পরগণাঃ আবারও গতকাল দক্ষিণ চব্বিশ পরগণার সুন্দরবনের মৈপীঠে গঙ্গার ঘাট সংলগ্ন জঙ্গলের কাছে বাঘের পায়ের ছাপকে কেন্দ্র করে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ইতিমধ্যে বনদপ্তরকেও খবর দেওয়া হয়েছে। এলাকাবাসীদের দাবী, “দু’টি বাঘ ঠাকুরান নদী পেরিয়ে লোকালয়ে এসেছে।” তবে কুলতলির পাশাপাশি ঝাড়গ্রামবাসীও বাঘের আতঙ্কে কাঁপছে।
এবার বাঘ ধরতে কুলতলিতে গঙ্গার ঘাট এলাকায় খাঁচা পাতা হবে। আর বাঘটি যাতে কোনোভাবে পাশের লোকালয় বা নদী সাঁতরে পুনরায় জঙ্গলে ফিরে যেতে না পারে, তাই বন দপ্তরের তরফে লোকালয় সংলগ্ন জঙ্গলটির দেড় কিলোমিটার এলাকা নাইলনের জাল দিয়ে ঘিরে ফেলা হয়েছে। পাশাপাশি বার বার বাঘ যাতে লোকালয়ে চলে আসতে না পারে সেজন্য তাকে খাঁচা বন্দি করে দূরবর্তী জঙ্গলে ছেড়ে দেওয়ার পরিকল্পনা করা হয়েছে।
Sponsored Ads
Display Your Ads Here