অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ কেউ পঞ্চাশ বছর ধরে বাস করছেন, আবার কেউ সত্তর বছর ধরে উল্টোডাঙার এই সিআইটি রোডে বাস করছেন। মা-বাবা সন্তান-সন্ততি সকলকে নিয়েই বসবাস। জমির মালিকের নাম শুনলেও কেউ কোনোদিন চোখে দেখেননি। কিন্তু আজ হঠাৎ সকালবেলা নোটিশ সহ পুলিশ এসে হাজির হতেই তুমুল শোরগোল ছড়িয়ে পড়ে। এরপর কলকাতা হাইকোর্টের নির্দেশ অনুসারে এদিন সকালবেলা বস্তি উচ্ছেদের প্রক্রিয়া শুরু হয়।
এদিন সকালবেলা পুলিশ এলাকায় পৌঁছাতেই বস্তিবাসীরা ক্ষোভে ফেটে পড়েন। আর সময় চান। বস্তিবাসীদের দাবী, “এত বছর ধরে যেখানে সংসার করছেন, সেখান থেকে একবেলায় সব কিছু সরিয়ে ফেলা সম্ভব নয়।” এক বৃদ্ধা আবার কাঁদতে কাঁদতে বলেন, “একটু কথা বল, আমাদের একটু সময় দে। উঠেই যাব।”

- Sponsored -
জমির মালিক নিরঞ্জন কুণ্ডু এই ঘটনা প্রসঙ্গে জানান, “দীর্ঘদিন আগে কেনা জমি খোলাই পড়েছিল। এরপর সেখানে অনেকে ঢুকে পড়েছিলেন। দীর্ঘ বারো বছর থেকে পনেরো বছর ধরে এই জমির জন্য আদালতের দ্বারস্থ হয়ে আইনী লড়াই লড়ছিলেন। প্রথমে শিয়ালদহ কোর্টের দ্বারস্থ হন। পরে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলে আদালত বস্তি উচ্ছেদের নির্দেশ দিয়েছে। তবে আগে থেকে কোনো নোটিশ দেওয়া হয়নি।”