নিজস্ব সংবাদদাতাঃ মুম্বইঃ গতকাল গভীর রাতেরবেলা মুম্বইয়ের বাইকুল্লার ঘোরাপদেব এলাকার ২৪ তলার মাদা বহুতলে অগ্নিকাণ্ডের জেরে তীব্র চাঞ্চল্য ছড়ায়। তবে এখনো অবধি কোনো হতাহতের খবর মেলেনি।
আগুন ছড়িয়ে পড়তেই দ্রুত দমকল বিভাগকে খবর দেওয়া হয়। দমকল কর্মীরা খবর পেয়ে পাঁচটি ইঞ্জিন নিয়ে ঘটনাস্থলে পৌঁছায়। দমকল সূত্রে খবর, ওই বহুতলে অনেকে আটকে ছিলেন। প্রথমে পঁচিশ জনকে ছাদ থেকে উদ্ধার করা হয়। পরে ১১০ জনকে বহুতলের বিভিন্ন জায়গা থেকে উদ্ধার করা হয়েছে।
সকালবেলা ৭ টা ৩০ মিনিট নাগাদ আগুন পুরোপুরি আয়ত্তে আসে। এই ঘটনায় কেউ গুরুতর আহত হয়নি। কিন্তু আগুন ছড়িয়ে পড়লো কিভাবে তা এখনো অবধি স্পষ্ট ভাবে জানা যায়নি। তবে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে, ইলেকট্রিক মিটারে লাগা আগুন থেকে তা বহুতলে ছড়িয়ে পড়ে।