নিজস্ব সংবাদদাতাঃ বেঙ্গালুরুঃ বেঙ্গালুরুর কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দরের এয়ার এশিয়া বিমানের একটি ব্যাগের মধ্যে থেকে উদ্ধার নানা প্রজাতির মোট ৭২টি সাপ ও বিশেষ প্রজাতির মোট ছ’টি বাঁদর। যাকে ঘিরে তীব্র শোরগোল শুরু হয়ে যায়।
সূত্রের খবর, বিমানটি ব্যাঙ্কক থেকে বেঙ্গালুরু আসছিল। বিমানবন্দরের শুল্ক দপ্তরের আধিকারিকেরা ব্যাগ থেকে ১৭টি কিং কোবরা এবং ৫৫টি বল পাইথন সহ ছ’টি মৃত ক্যাপুচিন প্রজাতির বাঁদর উদ্ধার করেছেন। এই সাপ ও বাঁদরগুলিকে ব্যাগের মধ্যে চাপাচাপি করে রাখা হয়েছিল। কিন্তু ওই বিমানে ব্যাগটি কে বা কারা রেখেছিলেন তা খতিয়ে দেখা হচ্ছে।