ডিম থেকে সাপের বাচ্চা উদ্ধারকে ঘিরে হতভম্ভ স্থানীয়রা
স্নেহাশীষ মুখার্জিঃ নদীয়াঃ অবাস্তব হলেও সত্যি। প্রতিদিনই ঘটে চলেছে কিছু কিছু অবাস্তব ঘটনা। তেমনই এক অবাস্তব ঘটনার সাক্ষী নদীয়ার ভীমপুরের বাসিন্দারা।
পরিবার সূত্রে জানা যায়, আগামীকাল ভীমপুর পঞ্চায়েতের অন্তর্গত দাস বোস পাড়া বিশু দাসের বাড়িতে তাদের পোষা মুরগী একটা ডিম দেয়। আর যখন আজ সকালবেলা সেই ডিমটা ভেঙে রান্না করতে যায় তখন সেই ডিমের ভেতর থেকে একটি সাপের বাচ্চা বের হলো।
এই ঘটনায় এলাকা জুড়ে রিতীমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। যদিও এই ঘটনার বাস্তবতা নিয়ে গ্রামবাসীদের মনে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে।