মিনাক্ষী দাসঃ উত্তর চব্বিশ পরগণাঃ একদিকে গতকাল যখন কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষকে গুলি করে খুনের চেষ্টা নিয়ে রাজ্য রাজনীতি সরগরম হয়ে উঠেছে, তখনই উত্তর ব্যারাকপুর পুরসভার ভাইস চেয়ারম্যান তথা তৃণমূল নেতা সত্যজিৎ বন্দ্যোপাধ্যায়ের দেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।
পরিবার সূত্রে খবর, দু’দিন থেকে সত্যজিৎবাবু নিখোঁজ ছিলেন। গতকাল তিনি বাড়ি ফিরে পরে আবার বাইরে বেরিয়ে যান। পরিবারের কারোর সঙ্গে বিশেষ কথাবার্তা বলেননি। মোবাইলটিও বাড়িতে রেখে গিয়েছিলেন। এরপর গভীর রাতে বাড়ি ফেরেন। আর এদিন সত্যজিৎবাবুর দেহ বাড়ির চিলেকোঠা থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয়। নোয়াপাড়া থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে মৃতদেহ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
Sponsored Ads
Display Your Ads Here
পাশাপাশি পুলিশ এই ঘটনাটির তদন্ত শুরু করেছে। আর এটি খুন না আত্মহত্যা তা ভালোভাবে খতিয়ে দেখা হচ্ছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে স্পষ্ট ভাবে জানা যাবে।
Sponsored Ads
Display Your Ads Here