নিজস্ব সংবাদদাতাঃ মেক্সিকোঃ মঙ্গলবার মেক্সিকোয় নদীর মধ্যে থাকা একের পর এক ব্যাগ থেকে উদ্ধার হয় মানুষের দেহাবশেষ। এই দেহাবশেষগুলি পুরুষ ও মহিলা উভয়ের।
স্থানীয় প্রশাসন জানিয়েছে, গত ২০ শে মে একই কলসেন্টারের দুই জন মহিলা এবং পাঁচ জন পুরুষ নিখোঁজ হয়ে যাওয়ায় খোঁজ চালানো হচ্ছিল। এর মধ্যেই নদী থেকে এতগুলি দেহাংশ উদ্ধার হওয়ায় রহস্য আরো বেড়েছে। যে সব দেহাংশ উদ্ধার হয়েছে সেগুলি পরীক্ষা করে দেখা গিয়েছে প্রত্যেকটিই ত্রিশ বছর বয়সী মানুষের। ঘটনাচক্রে, যে জায়গায় নদী থেকে ওই দেহাংশভর্তি ওই ব্যাগগুলি উদ্ধার হয়েছে সেই জায়গা কলসেন্টার কয়েক মিটার দূরে ছিল।
Sponsored Ads
Display Your Ads Here
ফরেন্সিক বিশেষজ্ঞরা মৃতদের পরিচয় ও মৃতের সংখ্যা কত, তা জানার চেষ্টা চালাচ্ছেন। প্রাথমিক ভাবে পুলিশের ধারণা, যে কলসেন্টার থেকে নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে, সেখানে বেআইনী কাজকর্ম চলে। পাশাপাশি এই উদ্ধার হওয়া দেহাংশগুলি ওই কলসেন্টারের কর্মীদের কি না, তা জানার চেষ্টা চলছে। কিন্তু এই দেহাবশেষগুলি কাদের আর কিভাবে এসেছে, তা নিয়ে রহস্য ঘনীভূত হয়েছে।
Sponsored Ads
Display Your Ads Here